বালাগঞ্জে মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে শোভাযাত্রা, পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৭, ৫:৩৩ অপরাহ্ণ
রজত দাস ভুলন, বালাগঞ্জ থেকে:
বালাগঞ্জে মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে শোভাযাত্রা, পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১৯ জুলাই বুধবার দুপুর ১২ টায় বালাগঞ্জ মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্টান উপলক্ষে শোভাযাত্রা শেষে, পোনাঅবমুক্ত ও আলোচনা সভা অনুষ্টিত হয় উপজেলা হল রুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইউএন ও প্রদীপ সিংহ। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মাওঃ সৈয়দ আলী আজগর, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুর ইসলাম খান, কৃষিকর্মকর্তা মোঃ আব্দুল মালেক, খামারি আব্দুল মতিন বাদশা সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সুধীজন সহ মৎস্যজীবি চাষী ও সমিতির নেতৃবৃন্দ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ মুহিবুর রহমান, গীতাপাঠ করেন রাখাল চন্দ্র রায়। উপজেলা সরকারী পুকুরে ২০ কেজি রুই, কাতলা ও মৃগেলের পোনা অবমুক্ত করা হয়।