বালাগঞ্জে সিভিল সার্জন মেডিকেল টিমের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৭, ৯:১৫ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেট সিভিল সার্জন অফিসের বিশেষ মেডিকেল টিমের উদ্যোগে বালাগঞ্জের প্রায় আড়াই শতাধিক বন্যার্ত লোকজনের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের রাধাকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের বানভাসী লোকজনের মধ্যে ফ্রি চিকিৎসা ঔষধপত্র বিতরণ করা হয়। মেডিকেল টিমে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: আমজাদ হোসেন, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সুজন বনিক, জুনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিয়াউল ইসলাম, সিভিল সার্জন অফিসের পাবলিক হেলথ নার্স জোৎস্না রানী ঘোষ, জেলা স্যানীটারী ইন্সপেক্টর অর্মিগেন্দু সরকার, টিম সহকারী লোকমানুজ্জামান, নজরুল ইসলাম। উক্ত মেডিকেল টিম চলাকালিন সময়ে ইউপি সচিব রঙ্গেশ কুমার দাস, সৌরভ চৌধুরী সৈকত, জয়া রায় ও স্থানীয় ইউ/পি সদস্য আব্দুস শহিদসহ বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,সিলেট সিভিল সার্জনের পক্ষ থেকে বানভাসী মানুষের জন্য বিশেষ মেডিকেল টিম গঠনের মাধ্যমে গত এক সপ্তাহ থেকে বালাগঞ্জ ও সহ অন্যান্য উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত লোকজনের মধ্যে ফ্রি চিকিৎসা ,খাবার স্যালাইন, পানিবিশুদ্ধকরণ ট্যাবলেটসহ রোগ বালাই দমনের ঔষধ পত্র বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।