সুরমা নিউজ:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার সরকারী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের এক কর্মীকে শ্রেণিকক্ষে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত ছাত্রলীগ কর্মীর নাম খালেদ আহমদ লিটু (২৩)। লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা গেছে।
সোমবার (১৭ জুলাই) দুপুরে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রেণিকক্ষে ঢুকে তাকে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতদের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সকালে কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর নিহত লিটুসহ ছাত্রলীগের একটি পক্ষ ঐ কক্ষে বসেছিল। হঠাৎ কক্ষে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ যুবকের লাশ উদ্ধার করে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গুলি খালেদ আহমদ লিটুর মাথায় লেগেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
বিয়ানীবাজারে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ : ১জনকে মাথায় গুলি করে হত্যা
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৭, ২:২৯ অপরাহ্ণ