কটুক্তিকারী আসাদুজ্জামানের বিরুদ্ধে সিলেটের ইত্যাদির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৭, ৬:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটকে নিয়ে কটুক্তিকারী আসাদুজ্জামানের বিরুদ্ধে ও তার শাস্তি দাবি করে মানববন্ধন করেছে বিংশ শতাব্দির জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুক পেইজ সিলেটের ইত্যাদির নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় কাজির বাজার (সেলফি) ব্রীজে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সিলেটের ইত্যাদির পরিচালক আমীর হোসেন সাগরের সভাপতিত্বে ও আবুল হোসেনের পরিচালনায় বক্তারা বলেন, আসাদুজ্জামান সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সিলেটের মানুষকে নিয়ে কটুক্তি করেছে। তা অত্যন্ত নিন্দাজনক। একজন সুস্থ্য বিবেকবান মানুষ এমন করতে পারে না। সিলেটবাসীর দাবি, তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। নতুবা আসাদুজ্জামান কে দেশে এনে এর বিচার করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দেশ থিয়েটারের সভাপতি কামাল আহমদ দুর্জয়, অনলাইন নিউজ পোর্টাল সিলেটনিউজ৭১ এর সম্পাদক তাহের আহমদ, জনতার ডাক অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক জসিম উদ্দিন, বিশিষ্ট বাউল শিল্পী উদাসী পিংকি, নাট্যকর্মী মোছা. সাদিয়া বেগম, ডান্স মাস্টার এমজে আনোয়ার (এফডিসি), নাট্যকর্মী এম. কাওছার আলম, নাট্যকর্মী জুবরাজ আহমদ রুবেল, নাট্যকর্মী জাহাঙ্গির আলম প্রমুখ।