সারওয়ার চৌধুরীর মা আর নেই, সুরমা নিউজ পরিবারের শোক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৭, ২:৪১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সুরমা নিউজ’র উপদেষ্টা আমেরিকা প্রবাসী সারওয়ার চৌধুরীর মা সৈয়দা সামসুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর নিজ বাসায় তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ আজ শুক্রবার বাদ আসর নিজ বুরুঙ্গা জামে মসজিদে ও বাদ মাগরিব ২য় জানাজা করনসী জামে মসজিদে অনুষ্টিত হবে।
সুরমা নিউজ’র উপদেষ্টা আমেরিকা প্রবাসী সারওয়ার চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুরমা নিউজ টুয়েন্টিফোর ডটকম পরিবার। মরহুমার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।