এমসি কলেজ ছাত্রাবাস ভাংচুরের ঘটনায় থানায় কলেজ কর্তৃপক্ষের জিডি
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৭, ১১:১৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট এম সি কলেজ ছাত্রাবাস ভাংচুরের ঘটনায় থানায় জিডি করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র মহানগরীর শাহপরান থানায় এ জিডি করা হয়।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সকালে এমসি কলেজ ছাত্রবাসে ভাংচুর চালায় ছাত্রলীগ কর্মীরা। এতে হোস্টেলের বিভিন্ন ব্লকের প্রায় ৩৯টি কক্ষের দরজা-জানালা ভাংচুর করা হয়।
ভাঙচুরের পর এমসি কলেজ হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে একটি তদন্ত কমিটি করে কলেজ কর্তৃপক্ষ। আগামী এক সপ্তাহের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি।