রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস’র ইয়ার লাঞ্চিং মিটিং ‘ইনসেপশন-১৭’ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭, ১১:০০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস এর ইয়ার লাঞ্চিং মিটিং ইনসেপশন-১৭ গতকাল বুধবার (১২ জুলাই) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
রো. মো. রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যক্ষ, শাহাজাল সিটি কলেজ। তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধের চেতনা নিয়ে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি স্মরণ করিয়ে দেন জাহানারা ইমামের ছেলে বীর মুক্তিযোদ্ধা রুমির দেশ প্রেমের অদম্য ভালবাসা। তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে রোটার্যাক্টরদের ভূমিকা অপরিহার্য। সমাজ বিনির্মানে রোটার্যাক্টরদের অবদান অনস্বীকার্য।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিপি শেখ নুরুল ইসলাম খালেদ, আরসিসি রোটারিয়ান পিপি বদরুল আলম চৌধুরী, রোটারী গ্রীন এর প্রেসিডেন্ট আতাউর রহমান মিলন, এক্স রো. রোটারিয়ান ফখর, এক্স রো. এসএম জাকারিয়া, এক্স রো. পিপি এনামূল হক চৌধুরী সুহেল, এক্স রো. পিপি শিশির সরকার, রো. সিপি এস রহমান সায়েফ, রো. পিপি মিনহাজুল আবেদীন, ডিস্ট্রিক সেক্রেটারী রো. রফিকুল আলম, রো. পিপি ক্রিপালী চৌধুরী, রো. পিপি পরিমল পাল, রো. পিপি ফারহান আহমদ সোয়েব, রো. আরআর পিপি মাহমুদুল হাসান, রো. পিপি আবুল হাসান রাসেল, রো. পিপি সুমন পাটোয়ারী, এডিসি রো. রাশেদুজ্জামান রাশেদ, জেডআর রো. মাসুদুর রহমান, রো. আইপিপি মাহবুব কামালী, সভাপতি রো. সুহেল দাস, রো. রুহুল আমিন কমল, রো. আবুল হোসাইন, রো. মাসুম, রো. দুলন, রো. সুহাগ, রো. ইমতিয়াজ, রো. তারেক এবং রোটারেক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস এর ভিপি রো. লায়েক আহমদ, সচিব রো. মো. তাহিজুল ইসলাম রাজিব, যুগ্ম সচিব এমদাদুর রহমান, রো. সুমন, রো. জাকির, রো. কাদির, রো. আমিনুল, রো. সাহেল, রো. মাসুম, রো. নিজাম, রো. আমিনুল ইসলাম নানু, রো. আশরাফ আলী, রো. রেজাউল করিম, রো. রাসেল প্রমুখ।