বালাগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে খেলাফত মজলিসের ত্রাণ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৭, ১১:৫২ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
গত ১১ জুলাই মঙ্গলবার খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার উদ্যোগে পূর্ব গৌরীপুর পশ্চিম গৌরীপুর, ২টি ইউনিয়নের প্রায় ৩০০ টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করা হয়।
পূর্ব গৌরীপুর ইউনিয়নে দুপুর ১২ টায়, পশ্চিম গৌরীপুর ইউনিয়নে বিকেল ৩ টায় পৃথক পৃথক সমাবেশের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দেলওয়ার হোসাইন।
উক্ত সমাবেশ আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, জেলা অফিস সম্পাদক মাওলানা আশিকুর রহমান, শ্রমিক মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক মতিউল ইসলাম মতিন অর্থ সম্পাদক মো: হেলাল আহমদ, বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ আওলাদ,সহ-সভাপতি মাও আব্দুস শহীদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা শাহিদুর রহমান,সাধারণ সম্পাদক মাষ্টার হোসাইন আহমদ, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, সহ-সাধারণ গিয়াস উদ্দিন নোমান, বিশিষ্ট ব্যাবসায়ী শাহেদ আহমদ, মাষ্টার সুফি মিয়া, জলাল মিয়া মেম্বার, আসাদুজ্জামান,মনিরুল ইসলাম, মুফতি রুহুল আমীন নিজাম,কবি মীম হুসাইন, শাহাদাৎ হুসাইন মীর আদনান পারভেজ প্রমুখ।