ত্রাণ বিতরণ করলেন মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৭, ৯:২৫ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী বলেছেন, ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মাঝে সরকারি ত্রাণসামগ্রী দলীয়করণের ভিত্তিতে বিতরণ করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরো বলেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছি। আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয়করণের চিন্তা বাদ দিয়ে সরকারকে এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকসহ দুর্গত মানুষদের পুণর্বাসনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান মেয়র আরিফ।
তিনি আজ মঙ্গলবার বিকাল ৫ টায় স্থানীয় চন্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণ করতে এসে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন।
মেয়র আরিফ মঙ্গলবার দিনব্যাপী ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে নৌকাযোগে বন্যাকবলিত এলাকা ঘুরে উপজেলার ইলাশপুর ক্রিষ্টাল লাইট সেন্টার, চন্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকবাংলা, ঘিলাছড়া জিরো পয়েন্ট ও মানিককোনায় নির্দিষ্ট তালিকানুযায়ী বন্যার্ত প্রায় এক হাজার পরিবারকে জড়ো করে চাল, পিয়াজ, আলু, খাবার স্যালাইন বিতরণ করেন।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুর রকিব চৌধূরীর সার্বিক তত্বাবধানে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কৃষকদলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মছব্বির, জেলা বিএনপি’র সদস্য তৈমুর হোসেন খান বিপুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সুফিয়ানুল করিম চৌধূরী, উপজেলা যুবদলের সভাপতি মুহিব উদ্দিন বেলাল, সহ-সভাপতি আব্দুল কাদির জিলা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া খান, তানিম আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক এমজে আহমদ জাবেদ, সদস্য সচিব মোঃ শাহিন আহমদ, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম খান, দিনার আহমদ শাহ, কলেজ ছাত্রদলের আহবায়ক সৈয়দ তায়েফুজ্জামান, সদস্য সচিব তপু আহমদ খান, শেখ মিঠু, রিমন, নাহিদ, মেহদী, সায়মন প্রমূখ।