সিলেটে বিডিনিউজের হ্যালোর জন্য শিশু সাংবাদিক নিয়োগ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৭, ৭:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ: ইউনিসেফ বাংলাদেশের অংশীদারিত্বে দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিচালিত শিশুদের সংগ্রহ করা খবর নিয়ে শিশুদের জন্য বিশেষায়িত ওয়েবসাইট http://hello.bdnews24.com সিলেট টিম পুন:গঠনের কাজ চলছে।
নতুন টিম নতুন আঙ্গিকে কাজ শুর করবে। শিশুদের সমস্যা, সম্ভাবনা নিয়ে সাদামাটা সংবাদ, গভীরতর সংবাদ ও মানবিক আবেদন মূলক সংবাদ-ফিচারের পাশাপাশি এবার যুক্ত হচ্ছে ভিডিও সংবাদ।
এ নতুন টিমের জন্যে নির্বাচিতদের জন্যে থাকছে শিশু বিষয়ক সংবাদের ধারণা ও কলা কৌশল নিয়ে প্রশিক্ষণ, পরামর্শ সহ প্রয়োজনীয় সহযোগীতা।
১৮বছরের নিচে যাদের বয়স এমন ১০ জন ছেলে ও ১০ জন মেয়ের সমন্বয়ে টিম চুড়ান্ত করা হবে।লেখালেখি, কম্পিউটার, ইর্ন্টারনেটে দক্ষ এবং সৃজনশীলদের অগ্রাধিকার থাকবে। আগ্রহীরা নিজের ছবি ও জীবন বৃত্তান্তের কপিসহ যোগাযোগ করুণ ০১৭১৭৫৬৭২৬৫ এই নাম্বারে। অথবা ইমেইল monjurahm@gmail.com।