নবীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০১৭, ৯:৩১ অপরাহ্ণ
ছনি চৌধুরী,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: নবীগঞ্জে পানিতে ডুবে চার বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে । জানাযায়, সোমবার দুপুর ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের কৃষক মোঃ সুহেল মিয়ার ছেলে মোঃ সায়েম মিয়া তার সহপাঠীদের সাথে খেলতে যায়।পরে পরিবারের সবার অগোচরে হরিধরপুর গ্রামের মসজিদের পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে বাবা-মা ও আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে মোঃ সায়েম মিয়াকে খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় মসজিদের পুকুরে দেখতে পায় । এসময় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সায়েম মিয়া (৪) মৃত ঘোষণা করেন । এসময় তার বাবা-মা ও আত্মীয় স্বজনের আর্তনাদ, হাহাকারে হাসপাতাল এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে ।