যন্ত্রণায় কাতরাচ্ছেন বোমা বিস্ফোরণে আহতরা
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৭, ১১:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট ওসমানী হাসপাতালের তিন তলার ৯ নম্বর এবং ৪ তলার ৪ নম্বর ওয়ার্ডে ব্যাথায় কাতরানো আর যন্ত্রণায় ছটফট করছেন বেশ কয়েকজন রোগী। এ দু’টি ওয়ার্ডেই অর্থোপেডিক্সের রোগীদের ভর্তি করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে জঙ্গিদের বোমা বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন তারা।
এদের বেশিরভাগেরই শরীরের বিভিন্ন অংশে বোমার স্প্লিন্টার প্রবেশ করেছে। কয়েকজনের আবার শরীরের অঙ্গ কেটে ফেলতে হয়েছে। অনেকেই আছেন অপারেশনের অপেক্ষায়।
২২ বছরের মুশতাক আহমেদ কৃষিকাজ করেন। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় শিববাড়ি এসেছিলেন বাজার করতে। বাজার শেষে বাড়ি ফেরার সময় বোমার বিস্ফোরণ হয়।
তিনি বলেন, অন্ধকার ছিলো চারিদিক। অনেক মানুষ ছিলেন সেখানে। হঠাৎ বিকট আওয়াজ হয়। এরপর আর কিছু মনে নেই। বিস্ফোরণে ডান পায়ের হাঁটুর নিচের মাংস ঝড়ে গিয়েছে তার।
একই বয়সী রাসেল হকারি করে কাপড় বিক্রি করেন। ৯ নম্বর ওয়ার্ডের ২৯ নম্বর বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন। তার চাচা খলিল বলেন, সন্ধ্যায় দোকান শেষে রাসেল শিববাড়ির ঘটনা দেখতে যান। সেখানে বোমার বিস্ফোরণে দুই পায়ে তিনটি স্প্লিন্টার প্রবেশ করেছে রাসেলের। দু’টি বের করা গেছে। আরেকটি বাকি আছে। সেটিও অপারেশন করে বের করা হবে।