আশঙ্কাজনক অবস্থায় ২ র্যাব সদস্যকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচ-এ ভর্তি
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৭, ৩:৩২ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ সিলেটে বোমা বিস্ফোরণে মারাত্মক আহত র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ ও র্যাবের অপর কর্মকর্তা মেজর আজাদকে ঢাকার সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাদের ঢাকায় পাঠানো হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন। তারা এর আগে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
সিলেটের শিববাড়ী পাঠানপাড়া এলাকার স্থানীয় জামে মসজিদের কাছে শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন ব্যক্তি নিহত হয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।