আহতদের প্রচুর রক্তের প্রয়োজন, সবাই এগিয়ে আসুন…
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৭, ১০:৩৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট দক্ষিণ সুরমার শিববাড়িতে আতিয়া মহলের জঙ্গি আস্তানায় অপারেশনের প্রেস ব্রিফিং শেষ হওয়ার কিছুক্ষণ পর পৃথক দু’টি বোমা বিস্ফোরণে পুলিশসহ আহত হন অন্তত ৪০জন। আহতদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহতদের প্রচুর রক্ত লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যারা রক্ত দিতে পারবেন তাদের রক্ত দেয়ার অনুরোধ করা হচ্ছে।
এই মুহুর্তে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে A+ ১৩ ব্যাগ রক্তের প্রয়োজন। তাছাড়া O+, B+, AB+, A+ রক্তের চাহিদা বেশি। রক্তদানে আগ্রহীরা যোগাযোগ করুন সাগর নন্দীর মুঠোফোন 01722089851 নাম্বারে যোগাযোগ করুন । আগ্রহীরা কামরুল ইসলামের 01741142229 রক্তের গ্রুপ লিখে এসএমএস কিংবা ফোন দিতে পারেন। আর যারা রক্তদানে আগ্রহী তারা সরাসরি ওসমানী মেডিকেলের ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিতে পারবেন। হাসপাতালের নিচতলায় রক্ত সঞ্চালন বিভাগে যোগাযোগ করতে পারবেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখন শুধু চলছে আহাজারি আর আহাজারি। স্বজনদের কান্নায় ভারী পুরো এলাকা। প্রিয়জনকে ফিরে পেতে আকুতি আর কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টা ও রাত ৮টায় বোমা দু’টি বিস্ফোরিত হয়। আত্মঘাতী বোমা হামলায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।
একইস্থানে কিছুক্ষণ পরে আরেকটি অবিস্ফোরিত বোমার বিস্ফোরণ ঘটে। এতে ইন্সপেক্টর আবু কয়ছর নিহত হয়েছেন। নিহতরা হলেন পুলিশ সদস্য আবু কায়সার, ছাত্রলীগ নেতা পাপ্পু ও মাসুক।