সিলেটে আত্মঘাতি বোমা হামলায় পুলিশসহ নিহত ৩, আহত ৪০
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৭, ৮:৪৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট দক্ষিণ সুরমার শিববাড়িতে আতিয়া মহলের জঙ্গি আস্তানায় অপারেশনের প্রেস ব্রিফিং শেষে হওয়ার কিছুক্ষণ পর গ্রেনেড বিস্ফোরনে ঘটনা ঘটেছে । আত্মঘাতী বোমা হামলায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।
একইস্থানে কিছুক্ষণ পরে আরেকটি অবিস্ফোরিত বোমার বিস্ফোরণ ঘটে। এতে ইন্সপেক্টর আবু কয়ছর নিহত হয়েছেন। নিহতরা হলেন পুলিশ সদস্য আবু কায়সার, ছাত্রলীগ নেতা পাপ্পু ও মাসুক। এসময় ইন্সপেক্টর মনিরুল ইসলাম গুরুতর আহত এবং দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশীদ আহত হয়েছেন। পৃথক দু’টি বোমা বিস্ফোরণে পুলিশসহ আহত হন অন্তত ৪০জন।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টা ও রাত ৮টায় বোমা দু’টি বিস্ফোরিত হয়। প্রথম বোমাটি জঙ্গিদের হামলার মাধ্যমে বিস্ফোরিত হয় এবং দ্বিতীয়টি উদ্ধারের পর নিষ্ক্রিয় করতে গিয়ে এর বিস্ফোরণ ঘটে।
ওই আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালীন সময়ে এই হামলার ঘটনা ঘটলো।
(বিশেষ দ্রষ্টব্য: কিছুক্ষণ পুর্বে অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা ৪জন নিহতের বিষয়টি জানালেও পরবর্তীতে তিনি জানান যে ইন্সপেক্টর মনিরুল ইসলাম মারা যাননি। তবে তাঁর অবস্থা আশংকাজনক।) দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’র ২০০ গজ সামনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬টায় দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে।
প্রেস ব্রিফিং শেষে বের হয়ে আসার সময় গ্রেনেড বিস্ফোরনেে দৈনিক মানচিত্র আলোকচিত্রী আজমল আলী গুরুতর আহত হয়েছেন ।
গুরুতর আহতদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।