দক্ষিন সুরমায় সেনাবাহিনীর ব্রিফিংস্থলের কাছে বিস্ফোরণ, আহত ১০
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৭, ৭:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজঃ শিববাড়িতে জঙ্গি আস্তানার সন্নিকটে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন সেনাবাহিনীর ব্রিফিংস্থলে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুইটি মোটরসাইকেলে করে হামলাকারীরা ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে মোটরসাইকেল দুইটি বিস্ফোরণের কারণে দুমড়ে-মুচড়ে যায়। আহত ১০ জনকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। আহতদের ও হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ‘অপারেশন টোয়াইলাইট’ নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো।