জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে বালাগঞ্জে গনকবরে শ্রদ্বাঞ্জলি ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৭, ৫:৫০ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে বালাগঞ্জে গনকবরে শ্রদ্বাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্টিত। আজ ২৫ মার্চ বিকাল ৩ টায় আদিত্যপুর গণকবরে শ্রদ্বাঞ্জলি নিবেদন এক মিনিট নিরবতা ও মোনাজাত করা হয়। এসময় বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, কৃষিকর্মকর্তা মোঃ আব্দুল মালেক, সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, মহিলা কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, এম এ মতিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু কৃপেষ শুক্লবৈদ্য, আব্দুল হাফিজ রেনু, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, বৈশাখী ক্রীড়া উন্নয়ন ও সমাজকল্যান সংস্থার সভাপতি ম আ মুহিত, আওয়ামীলীগ নেতা মজনু মিয়া, এস আই সাইফুর রহমান, সিএ সিরাজুল ইসলাম ছাত্রলীগ নেতা রাবেল আহমদ, শহীদ পরিবারের সদস্যসহ আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও মুক্তিযুদ্ব বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।