জঙ্গি আস্তানায় অভিযান চলছে, দুপুর ২টা থেকে মুহুর্মুহু গোলাগুলি
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৭, ২:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ অবরুদ্ধ সবাইকে উদ্ধার করা হয়েছে। নিচতলার ফ্ল্যাটে জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে সেনাবাহনীর প্যারা-কমান্ডো টিম। দুপুর ২টার কিছু পর থেকে অভিযান শুরু হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছে। সোয়া ২টার দিকে বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
সেনা বাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’র মাধ্যমে শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে তাদের উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, আতিয়া মহলের দ্বিতীয় থেকে পাঁচতলা পর্যন্ত বসবাসকারী ২৮টি পরিবারের ৬৯ জন সদস্যকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে দুপুর ২টা ১২মিনিট থেকে মুহুর্মুহু গুলির শব্দ শোনা যাচ্ছে। সকাল ৯টায় অভিযান শুরুর পর দুই দফা গুলির শব্দ পাওয়া যায়।
ভেতরের অবস্থা বিষয়ে আর কিছু জানা যায়নি। সেনাবাহিনী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও সাংবাদিকদের কিছু বলেননি।
টান টান উত্তেজনার মধ্যে একটি দিন ও একটি রাত পার করে চূড়ান্ত অভিযান শুরুর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপস্থিত সংবাদকর্মীসহ সবাইকে এক কিলোমিটার দূরে সরে যেতে বলা হয়।
তখন বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ। ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি রাতেই ঘটনাস্থলে এনে রাখা হয়েছিল। সকালে সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স দেখা যায়।
অভিযানের খবর সরাসরি সম্প্রচার না করতে আইএসপিআরের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।
সেনাবাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন টোয়াইলাইট’; এর আগে ঘটনাস্থলে কাজ করে আসা সোয়াট এই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন স্প্রিং রেইন’।
শনিবার সকাল ৮টার দিকে শিববাড়ির এই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। ৫০ জনের মতো প্যারা কমান্ডো ‘আতিয়া মহলের’ ভেতর প্রবেশ করেন বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্টরা। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সোয়াত টিমের সদস্য ও পুলিশ বাড়ির বাইরে অপেক্ষা করছেন।