সিলেটে জঙ্গী আস্তানায় গুলির শব্দ
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৭, ১০:৪০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ সুরমার শিববাড়িস্থ ‘আতিয়া মহলে’ একটি গুলির শব্দ শোনাগেছে। তবে সেটি কোনপক্ষের গুলি ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার সকালে ১০টা ৬ মিনিটের দিকে এ শব্দটি শোনেছেন ঘটনাস্থলে আশপাশে থাকা কয়েকজন সংবাদকর্মী।
এর আগে সকাল পৌণে ৯টার দিকে জঙ্গি বিরোধী অভিযান ‘টোয়ালাইট’ শুরু হয়।
উল্লেখ্য, শুক্রবার রাত ৩টা জঙ্গি আস্তানা জেনে বাড়িটি ঘেরাও করে পুলিশ। তার প্রায় ৩০ ঘন্টা পর শনিবার সকালে তারা অভিযান শুরু করে।