সিলেটে ‘জঙ্গি আস্তানা’র জানালা দিয়ে উঁকি দিচ্ছে এক বাচ্চা !
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৭, ৯:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাতে যেকোনো সময় শুরু হবে অভিযান।
এদিকে, আতিয়া মহল নামক ওই ভবনের পাঁচতলার নীচতলার একটি ফ্ল্যাটের জানালা দিয়ে এক বাচ্চাকে উঁকি দিতে দেখা গেছে।
এই ফ্ল্যাটের বিপরীত ফ্ল্যাটে রয়েছে জঙ্গিদের ফ্ল্যাট।ভবনে ৩০টি ফ্ল্যাট রয়েছে। জঙ্গিদের ফ্ল্যাট ছাড়া বাকি ২৯টি ফ্ল্যাটের বাসিন্দারা সেখানে আটকা পড়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর ওই বাসার আশপাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচতলায় জঙ্গিরা অবস্থান করায় বাড়িটি খালি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।