সিলেট আ.লীগের সম্মেলনে ইলিয়াসকে নিয়ে দেওয়া বক্তব্যের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৭, ৯:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী কর্তৃক এম ইলিয়াস আলীকে নিয়ে দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।
শুক্রবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ রাজনৈতিক প্রতিহিংসামুলক বক্তব্য পরিহারের দাবী জানান ।
উল্লেখ্য গত বুধবার সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে সিলেট জেলা আওয়ামী লীগের ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তি করেন বলে অভিযোগ করেন বিএনপি নেতৃবৃন্দ।