অশ্রুসিক্ত নয়নে স্বামী মহসীন আলীর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন স্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৭, ৬:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বাংলাদেশ সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর স্বাধীনতা পুরস্কার অশ্রুসিক্ত নয়নে গ্রহণ করেছেন তাঁর সহধর্মীনি সৈয়দা সায়রা মহসীন।
বৃহস্পতিবার (২৩শে মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশবরেণ্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তির সাথে স্বাধীনতা পুরস্কার পেলেন মৌলভীবাজারের কৃতি সন্তান প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মহসীন আলীও ।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীনের হাতে ২০১৭ সালের স্বাধীনতা পুরস্কার পদক তুলে দেন। পদক গ্রহন অনুষ্ঠানে সৈয়দা সায়রা মহসিন এমপির পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।