সিলেটে জঙ্গিবিরোধী অভিযান : চরম আতঙ্কে আটকা পড়া বাসিন্দারা
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৭, ১:০৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘আতিয়া মহল’ নামের একটি বাড়ি ঘিরে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকে শুরু হওয়া অভিযানের এক পর্যায়ে ওই ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার কথা জানায় পুলিশ।
ভবনের অপর ২৯টি ফ্ল্যাটে থাকা বাসিন্দারে সরিয়ে নিতে পারেনি পুলিশ। তারা ভেতরে আটকা পড়েছেন। ওই এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
ফলে আটকা পড়া বাসিন্দারা আছেন চরম আতঙ্কে। শিশু ও মহিলাসহ আটকা পড়া বাসিন্দারা মোবাইল ফোনে তাদের উৎকণ্ঠিত স্বজনদের সাথে যোগাযোগ করছেন।
পারফেট্টি ভন মেলে নামক একটি কোম্পানির কর্মকর্তা নজরুল ইসলামও ওই ভবনে আটকা পড়েছেন।
মোবাইল ফোনে তিনি বলেন, ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুৎহীন অবস্থায় আছি। স্ত্রী ও ছোট বাচ্চাকে নিয়ে চরম আতঙ্কে সময় কাটছে। “গুলির শব্দে বাচ্চারা ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে। আমরা খুবই আতঙ্কিত।”
শুক্রবার ভোর থেকে ‘আতিয়া মহল’ নামক বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বাড়িটিতে ‘জঙ্গি’ মর্জিনা ও তার অন্তত দুইজন সহযোগী অবস্থান করছে বলে পুলিশের ধারণা। বাড়ির ভেতর থেকে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত জানুয়ারি মাসে প্রাণ কোম্পানির অডিট অফিসার পরিচয়ে কাওসার আহমদ ও মর্জিনা বেগম ওই বাড়ি ভাড়া নেন।
সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া জানান, বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শিববাড়ি এলাকা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আত্মসমপর্ণের আহবান জানাচ্ছি আমরা।
শুক্রবার রাত ৩টা থেকে ওই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এখন সোয়াত টিমের জন্য অপেক্ষা করা হচ্ছে। সোয়াত এলেই শুরু হবে অভিযান।