সিলেটের ঐ বাড়িতে ‘বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা’: সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৭, ১১:৪৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়া এলাকায় ‘আতিয়া মহল’ নামের বাড়িতে ‘জঙ্গিরা’ অবস্থান করছে, এমন সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনী তা ঘিরে রেখেছে। বাড়ির পাঁচতলা ভবনের নীচতলার একটি ফ্ল্যাট থেকে ‘জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়েছে’ বলে দাবি পুলিশের।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন বলেন, সকাল ৭টার দিকে ওই বাড়ি থেকে বিস্ফোরণ ঘটানো হয়। আমাদের ধারণা, সেগুলো শক্তিশালী গ্রেনেড ছিল।
শুক্রবার রাত ৩টা থেকে ওই বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্লা বাহিনী। বাড়িতে চারতলা ও পাঁচতলা দুটি ভবন রয়েছে। চারতলা ভবনের ১২টি ফ্ল্যাটের সকল বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তন্মধ্যে প্রায় অর্ধশত নারী-শিশু ছিল।