বিলবোর্ডে ছবি দেখে মনে হয় পাতি নেতাও যেনো জাতীয় নেতা -সিলেটে ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৭, ১০:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- ‘জনগণ সরকারের উন্নয়ন ও অর্জনে খুব খুশী। তবে আমাদের কারো কারো আচরণে মানুষ অখুশী। বিলবোর্ডে ছবি লাগিয়ে নেতাদের খুশী করে লাভ নেই। ভোটার ও জনগণকে খুশী করতে হবে।’
তিনি আরোও বলেন- ‘বিলবোর্ডের ছবি থাকবেনা। পোস্টারের ছবি ছিড়ে যাবে। বাগানের ফুল নষ্ট হবে। তোরণের কাঠামো ভেঙ্গে যাবে। পাথরের ফুল ক্ষয়ে যাবে। বিলবোর্ড-পোস্টারের ছবি আপনাদের রক্ষা করবেনা। মানুষের হৃদয়ে নাম লেখান সেটি থেকে যাবে।’
তিনি বুধবার দুপুরে নগরীর আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগে সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিলবোর্ড ব্যানারে নেতাদের ছবি ঝুলানোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন- ‘গতবছরের ঈদের সময় রাস্তার পাশে বিলবোর্ড লাগানো হয়েছিল। সেগুলোতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি মলিন হচ্ছে, এসব দেখে আপনাদের লজ্জা করে না? বিলবোর্ডে ছবি ঝুলিয়ে আপনারা কি প্রমাণ করতে চান? আপনারা নিজেদের প্রভাব ও ক্ষমতা দেখাতে চান? বিলবোর্ডে হাতি নেতা , পাতি নেতা, সিকি নেতা সবার ছবি থাকে। ছবি দেখে মনে হয় সিকি নেতাও যেনো জাতীয় নেতা। এসব ছবি দেখিয়ে ক্ষমতার দাপট দেখানো চলবে না।’
মন্ত্রী বলেন- ‘হ্যালমেট ছাড়া মোটরসাইকেলে তিনজন চড়ে আলেকজান্ডার হতে চান। ক্ষমতার দাপট দেখাতে চান। এমন আলেকজান্ডার মার্কা নেতাকর্মী আমাদের প্রয়োজন নেই।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, দলের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ থেকে আবু জাহিদ চৌধুরী এমপি, মৌলভীবাজার থেকে নেছার আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. জাকির হোসেন।