সিলেটে অবৈধ ইটভাটায় মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৭, ২:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোয়াইনঘাটের লামাপাড়া গ্রামে সালুটিকর ব্রিকস লিমিটেড নামক ‘অবৈধ’ ইটভাটায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে ইটভাটায় কাজ করার সময় মাটিচাপায় তার মৃত্যু হয় বলে জানাগেছে।
নিহত শ্রমিক হচ্ছেন বশির উদ্দিন (৫০) তিনি স্থানীয় লামাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
এই ইটভাটার মালিক হচ্ছেন ডা. আমির হোসেন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে তিনি ভাটাটি পরিচালনা করে আসছেন। শ্রম আইনসহ কোন নিয়মনীতির তোয়াক্কা না করে এখানে অনিরাপদভাবে শ্রমিকদের কাজ করানোর অভিযোগ দীর্ঘদিনের।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন- পুলিশ ইটভাটায় গেছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ইটভাটাটি বৈধ না অবৈধ এরকম কোন তথ্য তার জানা নেই। তিনি বিষয়টি অনুসন্ধান করবেন বলে জানিয়েছেন।