নগরীর শাহপরাণে দলিল জালিয়াতির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে সিআইডি
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৭, ১:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নগরীর শাহপরাণ এলাকায় দলিল জালিয়াতির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। গত ১ মার্চ শাহপরাণ থানাধীন পীরের বাজারের মো. অলিউর রহমান বাদি হয়ে শাহপরাণ থানায় এ মামলা করেন।
মামলায় আসামিরা হলেন- পীরের বাজারের মৃত আবদুস সোবহানের ছেলে মুহিবুর রহমান ববি (৫৪), একই এলাকার মৃত মনোহর আলীর ছেলে মোহাম্মদ শাহজাহান (৪১), দলিল লেখক সিরাজ আহমদ (৫৫) ও সদর সাব রেজিস্ট্রারের রেকর্ড রুমের মহুরি।
মামলাটি প্রাথমিক তদন্ত করেন শাহপরাণ থানার এসআই রায়হান আহমদ। তিনি আসামি গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় বাদি আদালতে আবেদন করেন মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি পুলিশ।
মামলার এজাহারে জানা গেছে- মামলার বাদি দীর্ঘদিন থেকে মৌরশি সূত্রে পীরের বাজার এলাকার কিছু জমি ভোগদখল করে আসছেন। ২০১৫ সালের ১১ নভেম্বর আসামিরা পরস্পর যোগসাজশে একটি দলিল জালিয়াতি করে উক্ত জমি আত্মসাতের পাঁয়তারা করেন।