সিলেটের ১৯ টি সংসদীয় আসনই শেখ হাসিনাকে উপহার দেওয়ার অনুরোধ জাকির হোসাইনের
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৭, ১:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯ টি সংসদীয় আসনই শেখ হাসিনাকে উপহার দেওয়ার অনুরোধ করেছেন।
বুধবার বেলা সোয়া ১২ টার দিকে সিলেট আলীয়া মাদরাসা মাঠে চলমান আওয়ামী লীগ’র সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগ’র কান্ডারী এই অনুরোধ করেন।
তিনি তার বক্তৃতায় আরো বলেন- তৃণমুলের নেতাকর্মী ভাল থাকলে দল ভাল থাকে, দল ভাল থাকলে দেশ ভাল থাকে।
শিক্ষার্থীদের প্রতি তিনি বলেন- আপনারা ভাল করে লেখাপড়া করুন। অবিভাবকরা সন্তানদের তাদের প্রতি খেয়াল রাখুন। খোঁজখবর নিন।