আজ সিলেটে আ.লীগের তৃণমূল সম্মেলন : সমাবেশস্থলে আলোর ঝলকানি
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৭, ১২:৫১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
প্রায় দীর্ঘ ১৫ বছর পর সিলেটে আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে অন্যরকম এক আবহ বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, সিলেট বিভাগের চার জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এ সম্মেলনের মধ্য দিয়েই নতুন করে আগামী নির্বাচনে জয়লাভের টার্গেটে শুরু হচ্ছে নতুন এক যাত্রা।
জাঁকজমক আয়োজন। আগের রাতে আলোর ঝলকানি। আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সমাবেশকে কেন্দ্র করে ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠ এখন রঙিন আলোক বাতিতে সজ্জিত। রঙিন আলোর ঝলকানিতে রিকাবীবাজার থেকে চৌহাট্টার পুরো এলাকা।
সিলেট আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত এ সম্মেলনে অংশ নেবেন বিভাগের চার জেলার তৃণমূলের নেতাকর্মীরা।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করার কথা রয়েছে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এই সম্মেলনের মাধ্যমে তৃণমূলের বিভেদ ঘুচিয়ে দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে চায় আওয়ামী লীগ। আর সেটা সম্ভব হলে আগামী জাতীয় সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করা যাবে বলে মনেকরছেন আওয়ামী লীগ নেতারা।
সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর সিলেটে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য বিভাগীয় সম্মেলনে নেতাকর্মীদের ঢল নামাতে চাইছে আওয়ামী লীগ। সে লক্ষ্যে দফায় দফায় সমন্বয় সভা, প্রস্তুতি সভা করছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এছাড়া সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দও নিজ নিজ এলাকায় তৎপর রয়েছেন। ইতিমধ্যেই সম্মেলনস্থল প্রস্তুত করার কাজ শুরু হয়েছে।