ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার নিয়ে শেষ হলো দয়ামীর ও উসমানপুর যুবলীগের কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৭, ১২:০০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার নিয়ে শেষ হলো দয়ামীর ও উসমানপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সম্মেলন। বক্তারা বলেন, যুবলীগ হলো তারুণ্যোদ্দীপ্ত জয়গানের সংগঠন। যুব মেধা লালন, ধারণ ও এর বিকাশই হলো যুবলীগের অন্যতম লক্ষ্য। আজ মঙ্গলবার পার্শ্ববর্তী দুই ইউনিয়ন দয়ামীর ও উসমানপুর ইউনিয়ন যবলীগের পৃথক কর্মী সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
উসমানপুর ইউনিয়নঃ পীরবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, প্রধান বক্তা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল। খালেদ আহমদের সভাপতিত্বে ও মামুন আহমদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ওসমানীগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,সিলেট জেলা আওয়ামীলোগের সদস্য আব্দাল মিয়া সহ আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।