সিলেটে বিস্ফোরকসহ এক যুবককে আটক করেছে র্যাব
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০১৭, ৭:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ সিলেট থেকে বিস্ফোরক ও ডেটোনেটরসহ এক যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আটক ফারুক আহমদ (৩৮) উপজেলার বালিপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।
র্যাব-৯ এর সহকারী পরিচালক জে. এম. ইমরান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকা থেকে নাশকতার উদ্দেশ্যে কিছু বিষ্ফোরক আনা হচ্ছে বলে র্যাবের গোয়েন্দা দল খবর পেয়ে মঙ্গলবার ভোর রাতে হরিপুর এলাকায় অভিযান চালায়। ওই সময় ১০টি বিস্ফোরকের প্যাকেট, ২টি ফিউজ ও ১০টি অবৈদ্যুতিক ডিটোনেটরসহ ফারুককে আটক করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। কে বা কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরক সরবরাহ করেছে তা উদঘাটনের কাজ করছে র্যাব। আটক ফারুককে জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও র্যাব জানিয়েছে।