মৌলভীবাজার কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০১৭, ৩:০৭ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সরকারী কলেজের ছাত্র সংসদ নির্বাচন সহ ৮ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানববন্ধনে গনতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ছাত্র সংসদ নির্বাচন ও ৮ দফা দাবী বাস্তবায়নে সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষে উপস্থাপন করেন শিক্ষার্থী জাকের আহমদ অপু।
দাবী সমূহ হচ্ছে শ্রেণীকক্ষ সংকট নিরসনে বহুতল একাডেমীক ভবন নির্মাণ, ৮৭টি নতুন শিক্ষকের পদ সৃষ্টি করে প্রতিটি বিভাগে অনার্স মাস্টার্স কোর্স চালু, ১টি ছাত্রাবাস ও ১টি ছাত্রীনিবাস নির্মাণ, যাতায়াত সুবিধার্থে অত্যাধুনিক বাস প্রদান, ক্যান্টিন, স্বতন্ত্র একাধিক পরীক্ষা হল নির্মাণ, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পাবলিক টয়লেট নির্মাণ, একটি আধুনিক তথ্যকেন্দ্র স্থাপন।
পরে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় ১৭ হাজার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে উপরোক্ত দাবী মেনে নেয়ার আহবান জানানো হয়।