ওসমানীনগরে ‘সূচনা প্রকল্পে’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০১৭, ১০:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ ওসমানীনগরে আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে ‘সূচনা প্রকল্পে’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ওসমানীনগর উপজেলা পরিষদ সভা কক্ষে অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফরাজদুক ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত আলী। তিনি তার বক্তব্যে সূচনা প্রকল্প সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন উমরপুর ইউপি চেয়ারম্যান এম.জি. কিবরিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদ আহমদ, এস. আই ফরিদ আহমদ সহ প্রমুখ।
সেভ দ্যা চিলড্রেন এর ম্যানেজার, প্রোগ্রাম কো-অর্ডিনেশন সেলিম মোড়ল পরে সভায় আগত সকলের উদ্দেশ্যে প্রকল্প উপস্থাপনের সময় বলেন দরিদ্র ও অতি দরিদ্র পরিবারে অপুষ্টি দূরীকরনের মাধ্যমে অনাগত শিশুদের মধ্যে খর্বতার হার কমানোর প্রয়াসে ইউকে এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় সেভ দ্যা চিলড্রেন এর লিডে আরডিআরএস বাংলাদেশ সহ মোট ৮টি দেশী ও আন্তর্জাতিক সংস্থা যৌথভাবে সূচনা প্রকল্প সিলেট ও মৌলভীবাজারের সকল উপজেলার সব ইউনিয়নে আগামী ৬ বছর পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। তিনি আরোও বলেন অত্র প্রকল্পের আওতায় দরিদ্র্য ও অতি দরিদ্র্য পরিবারের অর্থনৈতিক বাধা অতিক্রমের জন্য বসতবাড়ীতে শাকসবজি ও মাছ চাষ, হাঁস-মুরগী, ছাগল-ভেড়া পালন বিষয়ক মৌলিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ইনপুট প্রদান, পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও সেবা প্রাপ্তি নিশ্চত করা। এছাড়াও মহিলা ও কিশোরীদের ক্ষমতায়নে সূচনা প্রকল্প কাজ করবে।
সূচনা প্রকল্পের নিজ নিজ সংস্থার কার্যক্রম তুলে ধরেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর কাজী মোজাম্মেল হোসেন, ওয়ার্ল্ডফিশ এর বদরুল আলম ও ইন্টারন্যাশনাল ডেভেলেপমেন্ট এন্টারপ্রাইজ এর শাহিনুর হাসান।
উল্লেখ্য, ওসমানীনগর উপজেলার ০৮ টি ইউনিয়নের মধ্যে এ বছর দয়ামীর, সাদীপুর ও পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ৫৮ টি গ্রামে ৪৬১২ টি দরিদ্র ও অতি দরিদ্র পরিবার নিয়ে সূচনা প্রকল্প কাজ শুরু করেছে। আগামী বছরে তাজপুর ইউনিয়নেও প্রকল্পের কাজ শুরু হবে। এভাবে বাকি সবকয়টি ইউনিয়নে পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।