ফেঞ্চুগঞ্জে এডুকেশন সেন্টারে পুলিশের তল্লাশি
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০১৭, ১০:৪৬ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জে এডুকেশন সেন্টার ফেঞ্চুগঞ্জ (ইসিএফ) লাইব্রেরীতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ তল্লাশি চালায়।
সোমবার (২০মার্চ) রাত ৮ঘটিকায় ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ (মাইজগাঁও) বাজারের এডুকেশন সেন্টার ফেঞ্চুগঞ্জ লাইব্রেরীতে পুলিশ এই তল্লাশি চালায়।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে লাইব্রেরীতে রাখা ইসলামিক বই, হাদিস এবং কম্পিউটারে রাখা ইসলামিক ভিডিও তল্লাশি ও চেক করা হয়।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার এসআই হুমায়ুন কবিরের সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, এডুকেশন সেন্টার ফেঞ্চুগঞ্জ লাইব্রেরীতে তল্লাশি করে সন্দেহমূলক কিছুই পাওয়া যায়নি।
এডুকেশন সেন্টার ফেঞ্চুগঞ্জ লাইব্রেরীর কর্ণধার মারুফ বিন মালিকের সাথে যোগাযোগ করলে, তিনি প্রথমেই এই তল্লাশি করার জন্য ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে সাধুবাদ জানান। তিনি আরও বলেন আমার লাইব্রেরীতে ইসলাম এবং রাষ্ট্র বিরোধী কোন বই পুস্তক রাখা নেই। তিনি অভিযোগ করে বলেন আগামী ২২ মার্চের অনুষ্ঠিতব্য এই মহতি ওয়াজ মাহফিলকে কারা বাধাগ্রস্ত করেছে, এটা ফেঞ্চুগঞ্জের সবাইকে জানা দরকার।