চৈত্রের সকালে ‘আষাঢ়ে বৃষ্টি’
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০১৭, ১০:৪৩ পূর্বাহ্ণ
জুবেল আহমেদ:
সিলেটে সকাল থেকেই বৃষ্টি। কখনো ঝেঁপে, কখনোবা গুঁড়ি গুঁড়ি। এ যেন আষাঢ়ে ঢল। অথচ মাসটা চৈত্র। এমন দিনে খাঁ খাঁ রোদ্দুর গা পোড়ায়, উদাসী চৈতি হাওয়া বয়ে বাড়ায় আমবনের মাতাল করা ঘ্রাণ। লু হাওয়ার ধুলো ওড়ানো ঘূর্ণিতে বাজে শুকনো পাতার নূপুর। ঋতুরাজের সে আয়োজন কোথায়? হিমেল আবহাওয়ার কারণে অনেকের লেপ-কাঁথাই গোটানো হয়নি।
আজ সোমবার সকাল থেকেই বৃষ্টি নামে সিলেটে। প্রথমে ঝিরিঝিরি, পরে ঝমঝম। সঙ্গে ছিল বাতাস। ফলে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
ফাল্গুনের শেষ ও চৈত্রের শুরু থেকেই কেবল বৃষ্টি। সচরাচর এ সময় এমন বৃষ্টি দেখা যায় না। গতকাল রোববার খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। অনেক জায়গাতেই আকাশ ছিল মেঘলা। এসব এলাকায় ঠান্ডাও পড়েছে বেশ।