পশ্চিম পৈলনপুরে যুবলীগের কর্মী সভা সম্পন্ন, তাজপুর ইউপিতে কাল
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০১৭, ১২:০১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ওসমানীনগর উপজেলা যুবলীগের কর্মী সভা সফল ভাবে সম্পন্ন হয়েছে। আজ রোববার রাত ৭টায় বড় হাজিপুরে অনুষ্ঠিত হয় পশ্চিম পৈলনপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সভা। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া ও প্রধান বক্তা হিসেবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন গেদাই আরো ছিলেন পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারন সম্পাদক মুফাছির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ওসমানী নগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিন আহমেদ আব্দাল, উপজেলা যুবলীগের সদস্য জাহেদ আহমেদ সুমন, যুবলীগ নেতা আতাউর রহমান, যুবলীগ নেতা আমিরুল ইসলাম খান, ওসমানীনগর উপজেলা আওয়ামী প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমেদ, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন যুবলীগ নেতা বাদল আহমেদ, গুলজার আহমেদ, হুসাইন আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মিজান আহমেদ, ছাত্রলীগ নেতা আক্তার আহমেদ, ফারহান খান, শ্যামল আহমদ।
এছাড়া আগামীকাল ২০ মার্চ সোমবার ৩টায় তাজপুর ইউনিয়নে যুবলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সুরমানিউজকে জানিয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল।