বালাগঞ্জে জেলা যুবলীগ নেতাসহ নিরীহ জনগণকে হয়রানির বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৭, ১০:৩৮ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া উরফে পিয়ারা মিয়া কর্তৃক গ্রামের বাসিন্দা জেলা যুবলীগ নেতা সামস উদ্দিন সামছ, সমাজকর্মী গিয়াস উদ্দিন গিয়াস, মাখন মিয়া, রহিম উদ্দিন এবং জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা, অপপ্রচার এবং হয়রানী’র বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মার্চ শনিবার সন্ধায় ‘মোহাম্মদপুর গ্রামের নিরিহ জনসাধারণ’র ব্যানারে উপজেলার স্থানীয় জনকল্যাণ বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. ইলিয়াছ মিয়া।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, সাবেক ইউপি সদস্য সুরুজ আলী, মুজিবুর রহমান মুজিব, হুসাইন আহমদ শামীম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, সমাজকর্মি ইছরাক আলী, হাজী সায়েস্তা মিয়া, গৌছ মিয়া, ইছাক আলী, তুরণ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মো. মুহিবুর রহমান, জিয়াউল হক পান্না, হাজী ইউছুব আলী, আজিজুর রহমান, রাজিব আহমদ চৌধুরী, ফুরকান আমদ তালুকদার, মো. জমির আলী গেদন, মো. কামরান হোসেন দারা, কিবরিয়া আহদ অপু, এমরিল আহমদ, আব্দুশ শহিদ, লোকমান আহমদ, শামীম আহমদ, এমরুল হক, জাকির হোসেন, আমরুস মিয়া, রুহেল আহমদ, ইসরাক আলী, আব্দুর রহমান, কয়েছ মিয়া, লুৎফুর রহমান, হাবিবুর রহমান, সুহেল আহমদ, কয়েসুল আলম কয়েস, মুমিন আহদ, লিটন মিয়া, রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা জেলা যুবলীগ নেতা, সমাজকর্মি সামস উদ্দিন সামছসহ নিরিহ গ্রামবাসীর ওপর ‘মিথ্যা মামলা, অপপ্রচার এবং হয়রানী’ বন্ধের জোর দাবি জানান। এলাকাবাসী প্রভাবশালী জুনেদ মিয়ার নানা অপকর্মের কথা উল্লেখ্য করে, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষে কাছে জোরদাবি জানান।