গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগের উদ্যেগে কর্মী সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৭, ১০:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ ওসমানীনগরের গোয়ালা বাজারে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে গোয়ালা বাজার ইউনিয়ন যুবলীগের কর্মী সভা সম্পন্ন হয়েছে। আজ রবিবার দুপুর দুইটায় গোয়ালা বাজারের দাসপাড়া রোডে অনুষ্ঠিত হয় কর্মী সভা। ইউনিয়ন পর্যায়ে নতুন নেতৃত্ব বের করে নিয়ে আসার লক্ষ্যে আয়োজিত এই কর্মী সভায় দুপুর থেকেই নেতাকর্মীরা এসে সমবেত হতে থাকেন অনুষ্ঠান স্থলে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক খন্দকার মহসীন কামরান, ওসমানী নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিলেট জেলা আওয়ামীলীগ সদস্য আব্দাল মিয়া, গোয়ালা বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী লাল মাহমুদ,আওয়ামীলীগ নেতা আব্দু রব গেদা মিয়া, আওয়ামীলীগ নেতা হারুন মিয়া, সিলেট জেলা যুবলীগের সদস্য কিবরিয়া মিয়া এবং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী। সম্মেলনে সভাপতিত্বে করেন গোয়ালা বাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস শহিদ। কর্মী সভা পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জাবের আহমদ ও বেলাল আহমেদ। কর্মী সভা শেষে অনুষ্টিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান। এতে সিলেটের আঞ্চলিক ও স্থানীয় শিল্পীরা অংশ গ্রহন করেন।