সিলেটে ডাকাতের হামলায় আহত বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৭, ১২:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের দক্ষিন সুরমায় ডাকাতের হামলায় আহত ললি বেগম নামক এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার গভীর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজনরা জানিয়েছেন- বৃহস্পতিবার ভোররাতে দক্ষিন সুরমার পিরোজপুর গ্রামে হানা দিয়ে ডাকাতরা বৃদ্ধা ললি বেগমকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় ওই দিন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার গভীর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় মালেক ও কামাল নামের দুই ডাকাতের নাম উল্লেখ করে দক্ষিন সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।