ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৭, ৯:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম.ইলিয়াস আলীর সন্ধান কামনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, ইলিয়াস মুক্তি যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শুক্রবার বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয় এবং বৃহত্তর সিলেটের কৃতি সন্তান এম.ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয়।
পাশাপাশি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতা কর্মীদের সন্ধান কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, মহানগর বিএনপি নেতা মুফতি নেহাল, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুজ্জামান জোয়াহির, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক ছাত্রদল নেতা মতিউল বারী চৌধুরী খুর্শেদ, ২১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, মহানগর ছাত্রদলের সহ সভাপতি রুজেল আহমদ চৌধুরী, ২২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ফাত্তাহ বকশ্ী, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রকিব, আমিনুল হক বেলাল, খালেদুর রশিদ ঝলক, বিএনপি নেতা খছরুজ্জামান খছরু, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতা রাশেদ আহমদ চৌধুরী, স্বপন আহমদ, রাজ্জাক আজিজ, মোহাম্মদ আব্দুল কাইয়ূম, কামাল হোসেন, আমিদ আলী, মুহিবুর রহমান লিটন, আশরাফ উদ্দিন রাজীব, মোঃ মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশী, আজিজ খান সজিব, বাইন উদ্দিন, তানিমুল ইসলাম, জুবের আহমদ, এস এম ফখরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, আশিক আহমদ, কয়ছর আহমদ সাহেদ, মুজাম্মেল হক, জুনাঈদ আহমদ জুনেদ, আরমান আহমদ, আলাল আহমদ, সৈয়দ মিনহাজ, হাবিব আহমদ হৃদয়, ফয়ছল আহমদ, ইকবাল হোসেন, নুরুল হক, জাবেদ হাসান, মোঃ সোহাগ, রাসেল আহমদ, নূর উদ্দিন প্রমুখ।