শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ৩জন আটক
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৭, ১১:৪৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুল ছাত্রী ধর্ষন এর ঘটনায় ৩জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বুধবার রাতে শ্রীমঙ্গলের কুঞ্জবন এলাকায় ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায় ধর্ষকরা। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ০৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ কে.এম. নজরুল ইসলাম, এসআই সৈয়দ মাহবুবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কুঞ্জবন গ্রাম থেকে তাদের আটক করা হয় । আটককৃতরা হল কুঞ্জবন এলাকার মতলিব মিয়ার ছেলে জাহির মিয়া (২৫) একই গ্রামের মেহরাজ মিয়ার ছেলে তুহিন (১৮) পুরান গাঁও এলাকার শাহজান মিয়ার ছেলে শহিদ মিয়া (১৮)। আটক কৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।