ফেঞ্চুগঞ্জে ট্রেড লাইসেন্স বিহীন ৫০টি দোকান : রাজস্ব থেকে বঞ্চিত সরকার
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৭, ১:৫০ অপরাহ্ণ
আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জে অবৈধ ভাবে ট্রেড লাইসেন্স ছাড়া প্রায় ৫০টি দোকানে ব্যবসা পরিচালিত হচ্ছে। ফলে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে প্রতিবছর বঞ্চিত হচ্ছে। অন্যদিকে আইন ভঙ্গ করে অনিয়মের পরিমাণ সময়ের সাথে বাড়ছে।
সরকারি আইনে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রতিটি দোকানের ট্রেড লাইসেন্স করা বাধ্যতামূলক থাকলেও বাস্তবে ফেঞ্চুগঞ্জের বেশিরভাগ ব্যবসায়ীরা এই নিয়ম-কানুন পরোয়া করছেন না।
তাছাড়া কিছু দোকানের ট্রেড লাইসেন্স থাকলেও সেগুলো দেখা যায় মেয়াদ উত্তীর্ণ। বেশিরভাগ ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে ট্রেড লাইসেন্স নবায়ন না করে অবৈধ ভাবে ব্যবসা পরিচালিত করছেন। এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ প্রশাসন মাঝেমধ্যে জরিমানা করলেও কোনো সুফল পাওয়া যাচ্ছেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, সরকারের নিদিষ্ট কর্তৃপক্ষের সময়ে সময়ে তদারকি না করায়, অনেকেই এসব ট্রেড লাইসেন্স বিহীন অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করছেন।
অনেকেই মনে করেন, স্থায়ী ব্যবসায়ীদের বেশিরভাগ দোকানে ট্রেড লাইসেন্স নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা স্ব-স্ব এলাকায় সতর্ক নোটিশ ও বিভিন্ন প্রচারের মাধ্যমে জানানো হলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে না।