সিলেট ছাত্রদলের ৭ নেতাকে বহিস্কার, ২জনকে সতর্কবার্তা
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৭, ১১:৫৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা ছাত্রদলের ৬ জন ও শাহ খুররম ডিগ্রী কলেজ শাখা সভাপতিকে বহিস্কার করেছে জেলা ছাত্রদল। বুধবার এক জরুরী সভায় তাদের বিরুদ্ধে এই বহিস্কারাদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার।
তিনি জানান, গত ১২ মার্চ সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন ছাত্রদলের সম্মেলন নিয়ে অনাকাংখিত ঘটনা ঘটে। ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন সুমন, দুলাল রেজা, এম. দেলোয়ার, মোহাম্মদ আলী, সালমান আহমদ ও হেলাল আহমদ মাছুম এবং শাহ খুররম ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি এস কে শাহীনকে বহিস্কার করা হয়েছে।
জেলা ছাত্রদল সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় একই সাথে সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে সদর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আ.ফ.ম কামাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেনকে সতর্ক করে দেওয়া হয় বলে জানান তিনি।