সুনামগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৭, ৬:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাওঁ ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।
বুধবার বেলা সকাল ১১টায় গ্রামের খেলন মেম্বার আলী আহমমদের পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, গ্রামের মো. হযরত আলী, আরশ আলী, আমির আলী, ইসমাইল আলী, হাসান আলী, ওসমান আলী, সহোদর কদর আলী, ম এলাক মিয়া, প্রমুখ।
স্থানীয় সূত্র জানায়, মামলা মোকদ্দমার জেরে গত ১৩ই মার্চ গ্রামের আব্দুল মালিকের ছেলে রুমেল মিয়াকে স্কুলে যাওয়ার পথে টাইলা হাওরে একা পেয়ে তাকে বেদড়ক মারধর আহত করে একই গ্রামের খেলন মেম্বার পক্ষের লোকজন।
এর জের ধরে আজ বেলা ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হন।
সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।