আবারো ভোটারদের দ্বারে দ্বারে নবনির্বাচিত চেয়ারম্যান ময়নুল !
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওসমানীনগরে ইতিহাস গড়েন বিএনপি মনোনিত এই চেয়ারম্যান পদপ্রার্থী। আ’লীগ মনোনিত প্রার্থী ও আ’লীগের বিদ্রোহী প্রার্থীদের পেছনে ফেলে ওসমানীনগর উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতিহাস নিজের করে নেন ময়নুল। জয়ী হয়ে এলাকার ভোটার ও কর্মীদের কৃতজ্ঞতা জানাতে বেরিয়ে পড়েছেন প্রতিটি ইউনিয়নে। আজ মঙ্গলবার উপজেলার উমরপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের জনসাধারন ও কর্মীদের সাথে দেখা করতে ছুটে যান ময়নুল হক চৌধুরী। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ময়নুল হক চৌধুরী বলেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করে ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করেছেন, তাই আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যাতে প্রতিদান স্বরূপ আপনাদের একটি উন্নয়নমূলক উপজেলা উপহার দিতে পারি। পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান তিনি। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, উমরপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এইচ এম রায়হান, উমরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম, উমরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সেলিম আহমেদ, ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আহবাবুল হোসেন আহবাব, ওসমানীনগর থানা বিএনপি নেতা ফরহাদ হোসেন, উমরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, বিএনপি নেতা আব্দুল খালিক, আব্দুস সহিদ, উমরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন বদরুল, যুগ্ম-আহবায়ক রেদোয়ান চৌধুরী, যুগ্ম-আহবায়ক এমরান আহমেদ মিন্টু, যুগ্ম-আহবায়ক ফজর আলী, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেল আহমেদ, সদস্য সচিব রায়হান আহমেদ, যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আলিম, সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর, উপজেলা ছাত্রদল নেতা মুহিবুর রহমান, কবির,আব্দুল আলিম২, তারেক আহমেদ দিপু, ছাত্রদল নেতা উজ্জ্বল আহমেদ, ছাত্রদল নেতা ছাদ্দির চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা লায়েক আহমেদ প্রমুখ।