হবিগঞ্জের ৪ শিশু হত্যা মামলা সিলেটে স্থানান্তর
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৭, ৫:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতের বিচার মো. আতাবুল্লাহ এ নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশ আসে মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য। মঙ্গলবার মামলার নির্ধারিত তারিখে কারাগারে থাকা আসামি পঞ্চায়েত প্রধান আব্দুল আলী, তার দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, তার সেকেন্ড ইন কমান্ড আরজু মিয়া ও শাহেদ মিয়াকে আদালতে আনা হয়। তবে আদেশের কপিটি পর্যালোচনা করে জেলা ও দায়রা জজ আদালতের বিচার মো. আতাবুল্লাহ কোনও সাক্ষ্যগ্রহণ না করে মামলাটি সিলেটে পাঠান।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের কপিটি পর্যালোচনা করে বিচারক মামলাটি সিলেটে পাঠান। আগামী কার্যদিবসে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্যগ্রহণ করা হবে। এছাড়া পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত মামলার যাবতীয় কাজ সিলেটেই চলবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০) খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে ১৭ ফেব্রুয়ারি গ্রামের পার্শ্ববর্তী স্থানে মাটিচাপা অবস্থায় চার শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।