সিলেটে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৭, ৫:১৭ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেটের বিয়ানীবাজারে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (১৩ মার্চ) উপজেলার চারখাই বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আদিনাবাদ গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মো. আবু নঈম চৌধুরী (৫০), জলঢুপ বড়গ্রাম এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে সাদিক হোসেন (২৭) এবং চারখাই ইউপির বারগ্রাম এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মজির উদ্দিন (৩২)।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল বাশার বদরুজ্জামান জানান, উপজেলার চারখাই বাজারে জামায়াত-শিবির কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিয়ানীবাজার থানার এসআই শাফিউল ইসলাম পাটোয়ারি বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনের আটককৃত তিনজনের বিরুদ্ধে থানায় মামলা (০৭/১৩-০৩-১৭) দায়ের করেছেন।