বিশ্বনাথে ৬দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৭, ৫:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বিশ্বনাথে ৬দিন ধরে আজিজুর রহমান রাজন (১৮) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সে উপজেলা তাতিকোনা গ্রামের আফিজ আলীর ছেলে ও স্থানীয় নাজির বাজার দারুল কোরআন হাফিজি মাদরাসার ছাত্র। নিখোঁজের ঘটনায় আফিজ আলী বাদি হয়ে গত রোববার রাতে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৫১০।
আজিজুর রহমার রাজন গত ৯ মার্চ প্রতিদিনের মতো বিকেল ৩টায় নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার জন্য বের হয়। কিন্তু মাদরাসা ছুটি শেষে সে আর বাড়ি ফিরে আসেনি। পরে তার পরিবারের লোকজন মাদরাসায় যোগাযোগ করলে মাদরাসার শিক্ষকরা জানান সে ওইদিন মাদরাসায় যায়নি। এরপর তার পরিবারের লোকজন সকল আত্বীয়-স্বজনের বাড়িতে খোজ-খবর নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় মাদরাসা ছাত্রে পিতা পর থানায় সাধারণ ডায়েরী করেন।