বিএনপি নেতা জালালী পংকীর কৃতজ্ঞতা প্রকাশ, দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৭, ১:৫৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
অসুস্থ থাকায় রোগমুক্তি কামনা ও চিকিৎসাধীন অবস্থায় পাশে থাকায় সিলেটবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক, সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী।
গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ভাতালিয়া, মধুশহীদ, কাজলশাহ, দক্ষিণ কাজলশাহ, মুন্সীপাড়া, লামাবাজার, নোয়াপাড়া, বিলপার, কুয়ারপার, লালদিঘীর পাড়, শেখঘাট, বাগবাড়ী, কানিশাইলসহ সিলেট মহানগরীর জনসাধারণ, রাজনৈতিক অঙ্গনের বিভিন্নস্থরের নেতৃবৃন্দ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গত ২৭ ফেব্রুয়ারি জালালী পংকীর অসুস্থতার সংবাদ শুনে অনেকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজখবর নিতে ছুটে যান। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরদিন দুপুরে তাৎক্ষণিক ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে জালালী পংর্কী ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বর্তমানে কিছুটা সুস্থ বিএনপির এ নেতা পুরোপুরিভাবে দ্রুত আরোগ্যতা লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।