সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৭, ১০:২৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের জীবন বৃত্তান্ত আহবান করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে আগামী ১৫ মার্চের মধ্যে সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায় অথবা সহ সম্পাদক মাসুদ পারভেজ তারেকের নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগে কেন্দ্র থেকে ১১ মার্চ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন আয়োজনের জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু কিন্তু, নানা সমস্যার কারণে নির্ধারিত তারিখে সম্মেলন আয়োজন করতে না পারায় এ কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে কেন্দ্রীয় সুত্রে জানা গেছে।
২০১০ সালে ফজলে রাব্বী স্মরণকে সভাপতি ও রফিক আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করে কেন্দ্র। পরবর্তীতে ২০১৪ সালে এ কমিটি পূর্ণাঙ্গ করা হয়।